কলকাতা নিউজ ব্যুরো: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম এখন সবার মুখে মুখে। ভাবতেই অবাক লাগে, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নাকি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে তাঁর কোনও অ্যাকাউন্ট নেই। তাই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে ভুয়ো খবর ছড়ান হচ্ছে। আর তাই ওই খবর বিশ্বাস না করার আর্জি জানাল ভারতীয় বায়ুসেনা।
বুধবার নিজেদের টুইটার হ্যান্ডেলে টুইট মারফত একথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
সেখানে বলা হয়েছে, 'উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ভারতীয় বায়ুসেনার কোনও আধিকারিকের নামে এ ধরনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোনও খবর প্রকাশ করা হলে সেগুলি ছড়াবেন না। জয় হিন্দ।'
বুধবার নিজেদের টুইটার হ্যান্ডেলে টুইট মারফত একথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন