বাংলার শ্রীরামপুরে নির্বাচনী সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের ৪০ তৃণমূল বিধায়ক তৃণমূল ছাড়তে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। এই খবরে বিতর্ক ছড়ায় রাজ্য রাজনীতিতে।
এবার মোদীকে পাল্টা তাঁর ভাষাতেই জবাব দিলেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল।
তিনি দাবি করেছেন ২৩ মে পর অনেক বিজেপি বিধায়কই দল ছাড়তে চলেছেন। তাঁরা কংগ্রেসে যোগ দেবেন। সোমবার সাংবাদিক বৈঠকে বেনুগোপাল দাবি করেছেন, যদিও কংগ্রেস কোনও ঘোড়া কেনাবেচার মধ্যে নেই। তবে ২৩ মে-র পর বিজেপি বিধায়করা তাদের নিজেদের ইচ্ছাতেই কংগ্রেসে যোগ দেবেন। বেনুগোপাল দাবি করেছেন, গত এক বছর ধরে কর্ণাটকে বিজেপি ঘোড়া কেনাবেচা করে কংগ্রেস সরকার ভাঙার মরিয়া চেষ্টা চালিয়েছে। এবার তাদের সময় আসছে। কংগ্রেস-জেডিএসের মধ্যে যতই ভাঙন ধরানোর চেষ্টা করা হোক না কেন তারা এক হয়েই নির্বাচনে লড়বে বলে জানিয়েছেন বেনুগোপাল।
এবার মোদীকে পাল্টা তাঁর ভাষাতেই জবাব দিলেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন