রাজ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে সাব্বা। সোশ্যাল মিডিয়াতে সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের জন্ম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তিনি। পুর ও নগরোয়ন্নমন্ত্রীর সঙ্গে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রও। তাঁর মেয়ে সাব্বা পেশায় একজন চিকিৎসক।
যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। ফেসবুকে সাব্বা হাকিম লিখেছেন, "সরকারি ও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছে ডাক্তাররা। শুধুমাত্র জরুরি বিভাগে কাজ হচ্ছে। মানবিকতার খাতিরেই অন্য পেশাদারের মতো আমরা কাজ পুরোপুরি বন্ধ করে দিতে পারি না। আর যাঁরা বলছেন, অন্য রোগীদের কি দোষ? তাঁরা বর্তমান সরকারের কাছে জানতে চান, যেসব পুলিশ-কর্মী সরকারি হাসপাতালে মোতায়েন থাকেন, তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যখন হাসপাতালে দুটি ট্রাকে বোঝাই করে দুষ্কৃতীরা ঢুকল, তখন বাড়তি পুলিশ কেন পাঠানো হল না? কেন হাসপাতাল চত্বরে এখনও গুণ্ডারা ঘুরে বেড়াচ্ছে আর ডাক্তারদের মারছে? সাব্বার এই মন্তব্য নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে। যদিও তৃণমূলের তরফে প্রকাশ্যে কিছু বলা হয় নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের জন্ম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তিনি। পুর ও নগরোয়ন্নমন্ত্রীর সঙ্গে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রও। তাঁর মেয়ে সাব্বা পেশায় একজন চিকিৎসক।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন