অবশেষে মিলল সাফল্য। বেতন বৃদ্ধি সহ আরও কিছু দাবি নিয়ে বুধবার থেকে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন এসএসকে ও এমএসকে শিক্ষকরা। প্রায় ৭ দিন অবস্থানের পরে আজ আন্দোলনকারীদের সাথে দীর্ঘ ১ ঘণ্টা বৈঠক হয় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আলোচনার মাধ্যমে খুলে যায় সমাধানের রাস্তা। তাদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবি মেনে নেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আপনাদের বিষয়টি আমি পুরোটাই জানি।
এমএসকে ও এসএসকে শিক্ষা দফতরের মধ্যে পড়ে না। পঞ্চায়েত ও কিছুটা শিক্ষা দফতরের। এটা এখন ঠিক করতে হবে, কোন দফতরকে দায়িত্ব দেওয়া হবে। আমরা এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে সিদ্ধান্ত নেব। আমরা মুখ্যমন্ত্রীকে জানাব। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত জানাব। সবটাই একবারে হবে তা নয়। আমি আপনাদের সঙ্গে এর আগেও একাধিকবার কথা বলেছি। আপনাদের সমস্যা সমাধানে আমার তরফে আমি যতটা পারব করব। আমি আপনাদের সঙ্গে একটি সমাবেশও করব।" শিক্ষামন্ত্রীর আশ্বাস, "আপনারা স্বাস্থসাথীর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনাদের বেতন ও পিএফ সংক্রান্ত দাবি আমরা বিবেচনা করে দেখব। অন্য রাজ্যে যেমন আছে, তেমন করার চেষ্টা করব।"
মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আপনাদের বিষয়টি আমি পুরোটাই জানি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন