সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিপদে পড়ে গেলেন রাজ্যের কর্মরত পুলিশ কনস্টেবল থেকে অফিসাররা। কর্মজীবনের শেষ প্রান্তে এসে এএসআই-পদে প্রোমোশন পাওয়ার পরে আবার অবনমন হয়ে যেতে পারে রাজ্য পুলিশের কনস্টেবল পদে। সেই ক্ষেত্রে উচ্চ পদের বেতন আর মিলবে না। নষ্ট হবে সম্মান।
এবার রাজ্য পুলিশের পদোন্নতি সংক্রান্ত নতুন এক নির্দেশিকা জারি করে নবান্ন।
ওই নির্দেশিকায় এমনই অদ্ভুত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের একাংশ। এত দিন পদোন্নতির আগে প্রশিক্ষণ হত, পরীক্ষা হত, পাশ করলে তবেই হত পদোন্নতি। নতুন নিয়মে আগেই পদোন্নতি হয়ে যাবে। তার পরে দু'মাসের মধ্যে প্রশিক্ষণ ও পরীক্ষা শেষ হবে। সেই পরীক্ষায় পাশ করতে পারলে ভাল। কিন্তু পাশ করতে না-পারলে আবার আগের পুরনো পদে ফিরে যেতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।
শুধু কনস্টেবল থেকে এএসআই নয়, এএসআই থেকে এসআই, এসআই থেকে ইনস্পেক্টর এই সব পদের ক্ষেত্রেই এই নিয়ম চালু করা হবে। এক বার প্রোমোশন পেয়ে উচ্চ পদের বেতন ঘরে তোলার পরে আবার পুরনো পদে ফিরে যেতে হতে পারে। পরিস্থিতি কি দাঁড়াতে পারে, ভেবে শিউরে উঠছেন অফিসারেরা। এক অফিসার বলেন, "ইনস্পেক্টর হওয়ার পরে কোনও অফিসারের সব আত্মীয়বন্ধুরা জেনে গেলেন, তিনি ইনস্পেক্টর হয়েছেন। কিন্তু তার পরে আর পরীক্ষায় পাশ করতে পারলেন না। তখন আবার তাঁকে সাব-ইনস্পেক্টর করে দেওয়া হবে। সামাজিক সম্মান কোথায় যাবে?" আর এই নিয়ে প্রবল চাপে পুলিশের একটা বড় অংশ।
এবার রাজ্য পুলিশের পদোন্নতি সংক্রান্ত নতুন এক নির্দেশিকা জারি করে নবান্ন।
শুধু কনস্টেবল থেকে এএসআই নয়, এএসআই থেকে এসআই, এসআই থেকে ইনস্পেক্টর এই সব পদের ক্ষেত্রেই এই নিয়ম চালু করা হবে। এক বার প্রোমোশন পেয়ে উচ্চ পদের বেতন ঘরে তোলার পরে আবার পুরনো পদে ফিরে যেতে হতে পারে। পরিস্থিতি কি দাঁড়াতে পারে, ভেবে শিউরে উঠছেন অফিসারেরা। এক অফিসার বলেন, "ইনস্পেক্টর হওয়ার পরে কোনও অফিসারের সব আত্মীয়বন্ধুরা জেনে গেলেন, তিনি ইনস্পেক্টর হয়েছেন। কিন্তু তার পরে আর পরীক্ষায় পাশ করতে পারলেন না। তখন আবার তাঁকে সাব-ইনস্পেক্টর করে দেওয়া হবে। সামাজিক সম্মান কোথায় যাবে?" আর এই নিয়ে প্রবল চাপে পুলিশের একটা বড় অংশ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন