এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের পরাজয়ের সামনে দাঁড়াতে হয় শাসক দল তৃণমূল কংগ্রেসকে। রাজ্যে ফুটেছে পদ্ম। সামনের বিধানসভা নির্বাচন খুব একটা সহজ হবে না বুঝে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভাতে পরাজয়ের কারণ হিসাবে উঠে আসে নিয়োগ নিয়ে সরকারের উদাসীনতা।
যদিও পরে নিয়োগ জট কাটাতে কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এবার সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে বিল আনতে চলেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে কর্মরত প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ার। এই বিল রাজ্য সরকার আনলে উপকৃত হবেন ওই সব সিভিক ভলান্টিয়াররা। রাজ্য বিধানসভার চলতি অধিবেশনেই 'সিভিক ভলান্টিয়ার ২০১৯' বিলটি পেশ করা হবে। নতুন এই বিলে সিভিক ভলান্টিয়ারদের আর্থিক নিরাপত্তাকেই বিশেষ প্রাধান্য দেওয়া হবে। এই বিল বিধানসভায় পাস হলে রাজ্যপালের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠান হবে। রাজ্যপাল স্বাক্ষর করলেই নয়া এই বিল আইনে পরিণত হবে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন