রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনের বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
এমন ইঙ্গিত দিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। কসবার পরিবহন দফতরের অফিস চত্বরে এক সভায় এমন কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নিশ্চিতভাবেই সরকারের মাথায় কিছু ভাবনা আছে। কিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক প্রধান হিসাবে তাঁর(মুখ্যমন্ত্রীর) দায়িত্বের কথা বলবেন।
সরকারী কর্মচারীদের মধ্যে সবথেকে আলোচিত বিষয় হল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কবে হবে। শুভেন্দু বাবু এদিন বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতর ও বাইরে বেতন কমিশন নিয়ে মন্তব্য করেছেন। তিনি এখন বেতন কমিশনের সুপারিশপত্র পাওয়ার অপেক্ষায় আছেন। সেই সুপারিশপত্র হাতে পেলেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।
এর পরেই পরিবহন মন্ত্রী বলেন, আপনাদের একটা ভাল খবর দিচ্ছি । এখানে আসার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলতে চাইছেন। তাই ১৩ সেপ্টেম্বর বিকেল ৪ টের সময় ওই সভা হবে। সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মনে করছে, ওইদিন বড় কোনও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
সরকারী কর্মচারীদের মধ্যে সবথেকে আলোচিত বিষয় হল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কবে হবে। শুভেন্দু বাবু এদিন বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতর ও বাইরে বেতন কমিশন নিয়ে মন্তব্য করেছেন। তিনি এখন বেতন কমিশনের সুপারিশপত্র পাওয়ার অপেক্ষায় আছেন। সেই সুপারিশপত্র হাতে পেলেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।
এর পরেই পরিবহন মন্ত্রী বলেন, আপনাদের একটা ভাল খবর দিচ্ছি । এখানে আসার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলতে চাইছেন। তাই ১৩ সেপ্টেম্বর বিকেল ৪ টের সময় ওই সভা হবে। সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মনে করছে, ওইদিন বড় কোনও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন