ইতিমধ্যে ইলেভেন-টুয়েলভের চতুর্থ দফার কাউন্সেলিংয়ের নোটিশ জারি করছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে কবে হবে নবম-দশমের চতুর্থ দফার কাউন্সেলিং? যদিও এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, " ইলেভেন-টুয়েলভের পরেই নাইন-টেনের চতুর্থ ফেজের কাউন্সেলিং হবে।" কিন্তু হবু শিক্ষকদের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, নবম-দশমের আসন সংখ্যা কত হবে?
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ১৩১৫ আসনে নবম দশমের চতুর্থ দফার কাউন্সেলিং হতে পারে। তবে এর থেকে আসন সংখ্যা কিছু বাড়তে বা কমতেও পারে। এখন দেখার শেষ পর্যন্ত কমিশন কি সিদ্ধান্ত নেয়। আর কমিশনের এই সিদ্ধান্তের উপর অনেক পরীক্ষার্থীর ভাগ্য নির্ভর করছে তা বলাই যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন