বিজেপি সরকারের নোটবন্দির ব্যর্থতার ছবি এবার বিভিন্ন দিক দিয়ে উঠে আসছে। কারণ পুরনো নোট বাতিল করে নতুন নোট চালু করেছিল মোদী সরকার। লক্ষ্য ছিল জাল নোটের নিয়ন্ত্রণ করা। কিন্তু জাল নোটকে আদৌ নিয়ন্ত্রণ করতে পারেনি মোদী সরকার।
সম্প্রতি রিজার্ভ ব্যাংকের রিপোর্ট সেই ছবি ধরা পড়েছে। রিপোর্টে বলা হয়েছে ২০১৮-১৯ সালে তার আগের বছরের তুলনায় নতুন ৫০০টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ১২১ শতাংশ। আবার ২০০০টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ২১ শতাংশ। রিজার্ভ ব্যাংকের বৃহস্পতিবার বের করা এক রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। তাছাড়া ২০১৭ সালে অগস্ট ইস্যু করা ২০০ টাকার নোটের ক্ষেত্রে জাল নোট পাওয়া গিয়েছে ১২,৭২৮টি যেখানে তার আগের বছর অমন জাল নোট মিলে ছিল ৭৯টি বলে জানাচ্ছে রিজার্ভ ব্যাংকের ওই রিপোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন