আগামী কাল অর্থাৎ রবিবার গোটা রাজ্য জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের আইসিডিএস–এর সুপারভাইজার নিয়োগের পরীক্ষা। বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবেন। আর সেজন্য রবিবার হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে রেল।
শিয়ালদা বিভাগে অন্যান্য দিনের মতো সব ট্রেন চলবে। গ্যালপিং ট্রেনগুলিও রবিবার সব স্টেশনে দাঁড়াবে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া–বর্ধমান মেন ও কর্ড দুটি লাইনেই চলবে একজোড়া বিশেষ লোকাল। মেন লাইনের ট্রেনটি বর্ধমান থেকে ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে। হাওড়ায় পৌঁছবে ৯টায়। আর ৬টা ২৫ মিনিটে কর্ড লাইনের ট্রেনটি ছেড়ে ৮টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ফেরার সময় মেন লাইনের ট্রেন ছাড়বে বেলা ২টা ৫৫ মিনিটে। আর কর্ডের ট্রেন হাওড়া থেকে বেলা ৩টে ৫ মিনিটে ছাড়বে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন