প্রায় ১৯ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল মোহনবাগানের। কিন্তু, ক্যালিপসোর ছন্দে স্বপ্নভঙ্গ সবুজ মেরুনের। প্রথমবার খেলতে নেমেই ডুরান্ড সেরা গোকুলাম। দু-দুটো গোল করে আজকের ম্যাচের হিরো মার্কাস জোসেফ।
যদিও পরে চামোরোর গোলে ব্যবধান কমলেও খেলায় আর সেইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি মোহন বাগান। সময়ে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের সব স্ট্র্যাটেজি ভুল প্রমাণ হয়ে যায়।
প্রথমার্ধে কিসেকাকে দেবজিৎ ফাউল করায় পেনাল্টি পায় গোকুলাম। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জোসেফ। গোকুলামের দ্বিতীয় গোলটাও টিম গেমের ফসল। ম্যাচের শেষের দিকে দশ জনে নামে গোকুলাম। লালকার্ড দেখানো হয় বাগান কোচ কিবু ভিকুনাকেও। ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশের দু-বছরের মধ্যেই ডুরান্ড জয় গোকুলামের। সম্পূর্ণ ব্যর্থ বাগানের স্প্যানিশ ব্রিগেড।
প্রথমার্ধে কিসেকাকে দেবজিৎ ফাউল করায় পেনাল্টি পায় গোকুলাম। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জোসেফ। গোকুলামের দ্বিতীয় গোলটাও টিম গেমের ফসল। ম্যাচের শেষের দিকে দশ জনে নামে গোকুলাম। লালকার্ড দেখানো হয় বাগান কোচ কিবু ভিকুনাকেও। ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশের দু-বছরের মধ্যেই ডুরান্ড জয় গোকুলামের। সম্পূর্ণ ব্যর্থ বাগানের স্প্যানিশ ব্রিগেড।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন