লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে ক্রমশ অশান্তির ঘটনা বেড়েই চলেছে। আক্রান্তের তালিকায় শাসক ও বিরোধী উভয় দলের প্রতিনিধিরা আছেন। এবার মাঝরাতে নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কাউন্সিলার।
ভাইয়ের চোখের সামনেই গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে। এই ঘটনায় তোলপাড় বরাকরের মনবেড়িয়া এলাকা।
জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়াদাওয়া সেরে বাড়ির বাইরে পাইচারি করছিলেন খালিদ। রাত তখন সাড়ে এগারোটা। সেসময় আসানসোল পৌরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মহম্মদ খালিদ খানকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ খালিদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এই খবর পেয়েই হাসপাতালে চলে আসেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত কোনও সমস্যার জেরেই এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়াদাওয়া সেরে বাড়ির বাইরে পাইচারি করছিলেন খালিদ। রাত তখন সাড়ে এগারোটা। সেসময় আসানসোল পৌরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মহম্মদ খালিদ খানকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ খালিদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এই খবর পেয়েই হাসপাতালে চলে আসেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত কোনও সমস্যার জেরেই এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন