ফের পার্লামেন্টে হামলার চেষ্টার অভিযোগ! সংসদ ভবনের এক নম্বর গেটে ছুরি হাতে থাকা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় সংসদ ভবন চত্বরে।
ওই যুবক ছুরি হাতে নিয়ে সংসদের ভিআইপি গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ।
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। এই ঘটনার পর সংসদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। রাম রহিমের নামে শ্লোগান দিতে দিতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল বলে খবর। ধৃতের নাম সাগর, দিল্লির লক্ষ্মী নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন