বিতর্ক বাড়িয়ে সব্যসাচী দত্তের গনেশপুজো উদ্বোধন করতে সল্ট লেকে আসছেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার দুপুরে তিনি সল্টলেকের যাচ্ছেন মুকুল। যা খবর পাওয়া যাচ্ছে, সল্টলেকের সুইমিং পুল এলাকায় মাতৃ সঙ্ঘ ক্লাবের পুজো উদ্বোধন করবেন তিনি। ওই ক্লাবের সর্বময় কর্তা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী। সব্যসাচীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা অব্যাহত।
তিনি বিধাননগরের মেয়র পদে থেকে ইস্তফা দিয়েছেন।
বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের একাধিকবার বৈঠক হয়েছে। এমনই খবর ছড়িয়ে পড়ে যে, মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে আসছেন সাব্যসাচী। রাজনীতিতে তাঁর 'গুরু' বলেই পরিচিত মুকুল, সাব্যাসাচীর সঙ্গে লোকসভা নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে দেখা করে বুঝিয়ে দিয়েছেন যে কথাবার্তা পাকা। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা।
বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের একাধিকবার বৈঠক হয়েছে। এমনই খবর ছড়িয়ে পড়ে যে, মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে আসছেন সাব্যসাচী। রাজনীতিতে তাঁর 'গুরু' বলেই পরিচিত মুকুল, সাব্যাসাচীর সঙ্গে লোকসভা নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে দেখা করে বুঝিয়ে দিয়েছেন যে কথাবার্তা পাকা। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন