জল্পনার অবসান ঘটিয়ে বনগাঁ পুরসভার আস্থা ভোটে জয়ী তৃণমূল। ১৪-০ ভোটে জিতল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ভোটাভুটিতে হাজিরই হননি বিজেপি কাউন্সিলররা। এই ইস্যুতেই আদালতে ফের মামলা দায়ের করেছে বিজেপি।
বিজেপির অভিযোগ, এই আস্থা ভোট সঠিক নয়। কারণ যাঁরা তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, তাঁরা ফের তৃণমূলে ফিরে গিয়েছেন। এই বিষয়টি তুলে ধরেই বৃহস্পতিবারই হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরফের এজলাসে মামলা দায়ের করেছে বিজেপি। আজই হবে এই মামলার শুনানি।
বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে আজ ছিল বনগাঁ পুরসভার আস্থাভোট। জেলাশাসকের দফতরে ভোট করার নির্দেশ ছিল। আর তাই এদিন সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল। অশান্তি ও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়। জেলাশাসকের দফতরের বাইরের পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। তৃণমূল কাউন্সিলররা জেলাশাসকের দফতরে উপস্থিত হলেও অনুপস্থিত থেকে যান বিজেপি কাউন্সিলররা।
বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে আজ ছিল বনগাঁ পুরসভার আস্থাভোট। জেলাশাসকের দফতরে ভোট করার নির্দেশ ছিল। আর তাই এদিন সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল। অশান্তি ও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়। জেলাশাসকের দফতরের বাইরের পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। তৃণমূল কাউন্সিলররা জেলাশাসকের দফতরে উপস্থিত হলেও অনুপস্থিত থেকে যান বিজেপি কাউন্সিলররা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন