আইএনএক্স দুর্নীতি মামলায় আরও বড় বিপদে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবার চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। এর ফলে যে কোনও মুহূর্তে চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
এদিন চিদম্বরমের আগাম জামিনের বিরোধিতা করে ইডি। সুপ্রিম কোর্ট এ দিন শুনানিতে জানায়, চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। এই ক্ষেত্রে তাঁকে আগাম জামিন মঞ্জুর করাটা ঠিক হবে না। আদালত বলে, 'আগাম জামিন মঞ্জুর করার পরিস্থিতিতে নেই মামলাটি। তদন্তকারী সংস্থাকে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিতেই হবে। এই পরিস্থিতিতে চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর করা মানে তদন্তের গতি আটকে দেওয়া। অভিযুক্ত সে ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতে সাধারণ জামিনের আর্জি জানাতে পারেন।'
বৃহস্পতিবার পর্যন্তই সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদম্বরম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি-ও। সুপ্রিম কোর্টে আগাম জামিন খারিজে এ বার চিদম্বরমকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা রইল না ইডি-র কাছে।
বৃহস্পতিবার পর্যন্তই সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদম্বরম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি-ও। সুপ্রিম কোর্টে আগাম জামিন খারিজে এ বার চিদম্বরমকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা রইল না ইডি-র কাছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন