তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত কাঁকিনাড়া। ইটের আঘাতে মাথা ফাটল সাংসদ অর্জুন সিংয়ের। সাংসদের অভিযোগ, বারাকপুরের পুলিশ কমিশনারই আঘাত করেছেন তাঁকে। এখনও থমথমে গোটা এলাকা। কাঁকিনাড়া-ভাটপাড়া এলাকায় বন্ধ দোকানপাট।
রবিবার সকালে ঘটনাটি ঘটে। শ্যামনগরের ফিডার রোডের উপর অবস্থিত বিজেপির দুটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ঝামেলার শুরু। অভিযোগ ওঠে বিজেপির পতাকা, ফ্লেক্স খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। ঘটনাস্থলে যান বারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করে তৃণমূলের সমর্থকরা। ইট, লাঠি দিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙা হয়। ইচ্ছাকৃত-ভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি সমর্থকরা। কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ দেখান সাংসদ।
এর কিছুক্ষণের পরে কাঁকিনাড়ায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। ব্যাপক বোমাবাজি শুরু হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। এলোপাথাড়ি ইট ছোঁড়ে স্থানীয়রাও। ইটের আঘাতে আহত হন কমিশনার। মাথা ফাটে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। অভিযোগ, এরপরই গুলি চালান মনোজ ভার্মা। ছোঁড়া হয় টিয়ার গ্যাস। এর পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
এর কিছুক্ষণের পরে কাঁকিনাড়ায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। ব্যাপক বোমাবাজি শুরু হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। এলোপাথাড়ি ইট ছোঁড়ে স্থানীয়রাও। ইটের আঘাতে আহত হন কমিশনার। মাথা ফাটে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। অভিযোগ, এরপরই গুলি চালান মনোজ ভার্মা। ছোঁড়া হয় টিয়ার গ্যাস। এর পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন