বন-দফতরে চাকরি করে দেবার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল নেতাকে। ওই ব্যক্তির নাম অসিতবরণ কুণ্ড। তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তার সাত দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, বন-দফতরে চাকরি দেওয়ার নামে তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডলের থেকে ৪ লাখ টাকা ঘুষ নিয়েছিল তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলি।
এমনটাই অভিযোগ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি পান নি পিয়ার আলি মণ্ডল। তার পরে তিনি টাকা ফেরত চায়। কিন্তু, তা ফেরত না পেয়ে গত রবিবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই রামপুর এলাকা থেকে অহিদুল মহালত ও ইউসুফ আলিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। তাদের জিজ্ঞাসাবাদ করতেই অসিত বরণ কুণ্ডুর নাম জানতে পারে পুলিশ। এরপরই গতকাল সকালে রামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে তপন থানার পুলিশ। অহিদুল মহালত ও ইউসুফ আলির সঙ্গে অসিতও এলাকা থেকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তুলেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বন-দফতরে চাকরি দেওয়ার নামে তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডলের থেকে ৪ লাখ টাকা ঘুষ নিয়েছিল তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন