২-১ স্কোরলাইন দেখেই বোঝা যায় ইস্টবেঙ্গল জয় খুব একটা সহজে আসেনি। লাল-হলুদকে এদিন বেশ বেগ দিল মেহতাব হোসেনের সাদার্ন সমিতি। এই ম্যাচে নামার আগে বেশ চাপেই ছিল সাদার্ন। চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছিল ৩। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে মরিয়া ছিল সাদার্ন । সেইমতো শুরু থেকেই ভাল ফুটবল উপহার দেয় সাদার্ন। মাঝমাঠে আল-আমনার নেতৃত্বে বারবার আক্রমণ তৈরির চেষ্টা করে তারা। কার্যত সঙ্গীহীন হয়েও আমনা একার হাতে নিয়ন্ত্রণ করেন মাঝমাঠ। কিন্তু, আক্রমণভাগে ভাল স্ট্রাইকারের অভাব ভোগাল মেহতাবের দলকে। অন্যদিকে, গোটা ম্যাচে প্রত্যাশিত আধিপত্য না থাকলেও, নিজেদের সুযোগগুলি কাজে লাগায় ইস্টবেঙ্গল। ম্যাচের শেষের খেলার গতি বাড়ায় সাদার্ন। ৮১ মিনিটে গোল করে ব্যবধান কমান অর্জুন টুডু। শেষ কয়েক মিনিটে বারবার আক্রমণ শানিয়েও অবশ্য লাভ হয়নি সাদার্নের।
সাদার্নের বিরুদ্ধে জয়ে ফিরল ইস্টবেঙ্গল!
২-১ স্কোরলাইন দেখেই বোঝা যায় ইস্টবেঙ্গল জয় খুব একটা সহজে আসেনি। লাল-হলুদকে এদিন বেশ বেগ দিল মেহতাব হোসেনের সাদার্ন সমিতি। এই ম্যাচে নামার আগে বেশ চাপেই ছিল সাদার্ন। চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছিল ৩। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে মরিয়া ছিল সাদার্ন । সেইমতো শুরু থেকেই ভাল ফুটবল উপহার দেয় সাদার্ন। মাঝমাঠে আল-আমনার নেতৃত্বে বারবার আক্রমণ তৈরির চেষ্টা করে তারা। কার্যত সঙ্গীহীন হয়েও আমনা একার হাতে নিয়ন্ত্রণ করেন মাঝমাঠ। কিন্তু, আক্রমণভাগে ভাল স্ট্রাইকারের অভাব ভোগাল মেহতাবের দলকে। অন্যদিকে, গোটা ম্যাচে প্রত্যাশিত আধিপত্য না থাকলেও, নিজেদের সুযোগগুলি কাজে লাগায় ইস্টবেঙ্গল। ম্যাচের শেষের খেলার গতি বাড়ায় সাদার্ন। ৮১ মিনিটে গোল করে ব্যবধান কমান অর্জুন টুডু। শেষ কয়েক মিনিটে বারবার আক্রমণ শানিয়েও অবশ্য লাভ হয়নি সাদার্নের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন