এদিন নেতাজি ইন্ডোরে শিক্ষক দিবসের অনুষ্ঠানের শুরুতে রাধাকৃষ্ণণের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের প্রথমেই শিক্ষকদের সম্মান জানান মুখ্যমন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে বিগত আট বছরে ঠিক কতটা উন্নতি হয়েছে, সেই চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীর দাবি, "স্বাধীনতার পর থেকে ৭০ বছরে ১২টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। তবে ৮ বছরে রাজ্যে ৪২টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি আমরা।"
অনেক দিন ধরেই নিজেদের দাবিদাওয়া নিয়ে রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বদলি নীতি নিয়েও সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নীতি শিথিল করা হবে বলে জানান তিনি। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দফতরের আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "পার্থদা, আপনারা শিক্ষকদের বদলির বিষয়টা একটু মানবিক দিক থেকে দেখুন। যে শিক্ষকদের বাড়ি মেদিনীপুরে, অথচ শিক্ষকতা করেন বাঁকুড়ায়, তাঁর অসুবিধে হয়। যদি তাঁকে নিজের জেলায় আনা যায় সেটা একবার ভেবে দেখবেন।"
অনেক দিন ধরেই নিজেদের দাবিদাওয়া নিয়ে রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বদলি নীতি নিয়েও সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নীতি শিথিল করা হবে বলে জানান তিনি। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দফতরের আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "পার্থদা, আপনারা শিক্ষকদের বদলির বিষয়টা একটু মানবিক দিক থেকে দেখুন। যে শিক্ষকদের বাড়ি মেদিনীপুরে, অথচ শিক্ষকতা করেন বাঁকুড়ায়, তাঁর অসুবিধে হয়। যদি তাঁকে নিজের জেলায় আনা যায় সেটা একবার ভেবে দেখবেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন