এবার বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। চন্দ্রিমা ভট্টাচার্য এই এফআইআর দায়ের করেছেন ভাটপাড়া থানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছিলেন। মকুল রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর বলে জানা গিয়েছে।
কীভাবে প্রমাণ ছাড়া একথা বললেন মুকুল রায়? সেই প্রশ্ন তুলেছেন তিনি। এর পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন চন্দ্রিমা।
গতকাল সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে যান দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন সহ একাধিক বিজেপির হেভি-ওয়েট নেতারা। সেখানেই মুকুল রায় বলেন, "অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।" বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এই দাবি করেছিলেন মুকুল রায়। এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে।
গতকাল সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে যান দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন সহ একাধিক বিজেপির হেভি-ওয়েট নেতারা। সেখানেই মুকুল রায় বলেন, "অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।" বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এই দাবি করেছিলেন মুকুল রায়। এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন