গতকাল তৃণমূলে নাম লিখিয়েছেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। আর আজ শিক্ষক দিবসে 'শিক্ষারত্ন'সম্মান পেলেন তিনি। রাজ্য সরকারের তরফে এদিন তাঁকে এই সম্মান দেওয়া হয়।
প্রসঙ্গত, একসময় তৃণমূলের তীব্র সমালোচক হিসাবে পরিচিত ছিলেন যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।
এমনকি জাতীয়-স্তরেও ওমপ্রকাশ মিশ্রের যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু এবার সেই ওমপ্রকাশ মিশ্রই গতকাল যোগ দিলেন তৃণমূলে। বুধবার দুপুরে বিধানসভায় গিয়ে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রী নিজেই ওমপ্রকাশ-বাবুর তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই অধ্যাপক নেতাকে দলের এডুকেশন সেলের দায়িত্ব আনা হচ্ছে। এর সঙ্গে তাঁকে তৃণমূলের কোর কমিটিতেও রাখা হতে পারে। শুভেন্দু অধিকারীর হাত ধরে ওমপ্রকাশ মিশ্র এই দল বদল করলেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, একসময় তৃণমূলের তীব্র সমালোচক হিসাবে পরিচিত ছিলেন যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন