জামিন খারিজ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যদিও তিহার জেলে আপাতত যেতে হবে না পি চিদম্বরমকে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জামিন খারিজ হলে সিবিআই হেফাজতে কিংবা গৃহবন্দি রাখা হোক, সুপ্রিম কোর্টের কাছে এমন আবেদন জানিয়েছিলেন চিদম্বরম।
আদালত সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছে, জামিন খারিজ হলে সিবিআই হেফাজতে থাকবেন। বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত।
চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন, "অন্তর্বর্তী রক্ষাকবচের ব্যবস্থা করুন আমায়। আমি পালিয়ে যাবো না। আমাকে তিহার জেলে পাঠানো হলে, এই আবেদন বিফল যাবে। ৭৪ বছরের এক বৃদ্ধকে এই ভাবে ট্রিট করা ঠিক নয়।" আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম। আজ, সোমবার চিদম্বরমের জামিনের আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আদালতের রায়ে জামিন খারিজ হয়ে যায়, যদিও তিহার জেলে যেতে হবে না প্রাক্তন অর্থমন্ত্রীকে।
চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন, "অন্তর্বর্তী রক্ষাকবচের ব্যবস্থা করুন আমায়। আমি পালিয়ে যাবো না। আমাকে তিহার জেলে পাঠানো হলে, এই আবেদন বিফল যাবে। ৭৪ বছরের এক বৃদ্ধকে এই ভাবে ট্রিট করা ঠিক নয়।" আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম। আজ, সোমবার চিদম্বরমের জামিনের আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আদালতের রায়ে জামিন খারিজ হয়ে যায়, যদিও তিহার জেলে যেতে হবে না প্রাক্তন অর্থমন্ত্রীকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন