বিজেপিতে শোভনের থাকার সম্ভাবনা প্রায় নেই বললে চলে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করে বিজেপি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। এখন দিল্লিতে আছেন কলকাতার প্রাক্তন মেয়র-মন্ত্রী।
সমস্যা কিছু থাকলে তা আলোচনা করেই সমাধান করা হবে, এমন বার্তা একাধিক বার দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। কিন্তু এই মুহূর্তে যা খবর, বিজেপিতে দেবশ্রীর যোগদান প্রায় পাকা। তাই নিজের অবস্থান থেকে সরতে চাইছে না শোভন। এমন জটিল পরিস্থিতিতে একবার শেষ চেষ্টা করতে চাইছেন রাজনীতির চাণক্য মুকুল রায়। আজ রাতেই শোভন- বৈশাখীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন।
তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে দলে নেওয়া হলে তাঁরা যে দল ছেড়ে দেবেন, সে কথা বিজেপিতে যোগদানের দিনই স্পষ্ট করে দিয়েছিলেন শোভন-বৈশাখী । বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননকে এবং বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও তাঁরা সে কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু বঙ্গ বিজেপির অনেকেই দেবশ্রীকে দলে নেবার পক্ষে। দেবশ্রীকে ঘিরে সমস্যা যে তৈরি হচ্ছে, তা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায় সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
আর তাই মুকুল রায়ের সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই বৈঠকের পরেই ঠিক হয়ে যাবে প্রাক্তন মেয়রের ঠিকানা। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে দলে নেওয়া হলে তাঁরা যে দল ছেড়ে দেবেন, সে কথা বিজেপিতে যোগদানের দিনই স্পষ্ট করে দিয়েছিলেন শোভন-বৈশাখী । বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননকে এবং বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও তাঁরা সে কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু বঙ্গ বিজেপির অনেকেই দেবশ্রীকে দলে নেবার পক্ষে। দেবশ্রীকে ঘিরে সমস্যা যে তৈরি হচ্ছে, তা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায় সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
আর তাই মুকুল রায়ের সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই বৈঠকের পরেই ঠিক হয়ে যাবে প্রাক্তন মেয়রের ঠিকানা। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন