এন আর সি নিয়ে বিতর্ক চলছে গোটা রাজ্য জুড়ে। এবার সেই এন আর সি নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ। আর এই ইস্যু নিয়ে অমিত শাহকে পাল্টা কটাক্ষ অমিত মিত্রের। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পুজোর মুখে কলকাতা এসে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনলেন রাজ্যের অর্থমন্ত্রী।
এদিন কলকাতায় পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এন আর সি নিয়ে মিথ্যে প্রচার চালানো অভিযোগ আনেন। বলেন, তৃণমূল বিরোধিতা করলেও বাংলায় নাগরিকপঞ্জী হবেই। এরই পাল্টা জবাব দেন অমিত মিত্র। তিনি বলেন, 'পুজোর সময় রাজ্যে এসে আতঙ্ক ছড়িয়ে গেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বিবৃতি কেউ আশা করেননি। বাংলায় ১৭ জন আতঙ্কিত হয়ে মারা গিয়েছেন। অসমে ১৪ লক্ষ হিন্দু বাদ পড়েছেন। আমারও বার্থ সার্টিফিকেট নেই। আমিও আতঙ্কিত।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন