ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে আগেই। আর এর পর রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কি ভাবছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু রাজ্যের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বর্ধিত পেনশন নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় এবার কাটল বলে মনে করছে অনেকেই।
আজ নতুন পেনশন কাঠামো ঘোষণা করা হল। নবান্নের তরফে জানান হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন যা ছিল, তা ২.৫৯ গুণ বেড়ে যাবে। অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন ৩৩০২ টাকা থাকলে তা ২.৫৯ গুণ বেড়ে ৮৪৮৬.১৪ টাকা হবে।
এই পেনসান কাঠামো আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে। মোটামুটি স্পষ্ট যে এখন থেকে ন্যূনতম পেনশন হবে সাড়ে ৮ হাজার টাকা। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে।
এর পাশাপাশি পেনশন প্রাপকদের বয়স ৬০ থেকে ৮৫ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ২০% টাকা পাবেন তাঁরা। বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ৩০ % পাওয়া যাবে। আর বয়স যদি একশ বছর পেরিয়ে যায়, তাহলে বর্ধিত পেনশন কাঠামোর উপর অতিরিক্ত ১০০% পেনশন পাবেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন