দীপাবলির প্রাক্কালে শনিবার আচমকাই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরে নাম লেখানোর পর সম্ভবত এই প্রথম শিক্ষামন্ত্রীর বাড়িতে সাক্ষাৎ করতে গেলেন বৈশাখী-দেবী। বেশ কয়েক ঘণ্টা তিনি ছিলেন পার্থ-বাবুর বাড়িতে। বেরনোর সময় তিনি বলেন, এমনিই এসেছিলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এছাড়াও মিল্লি আল আমিন কলেজের সেই বিতর্ক এখনও রয়ে গিয়েছে। সে বিষয়েও কিছু কথা হয়েছে তাঁর।
সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে নাম লিখিয়েছিলেন। সেইসময় তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ ওঠায় মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন বৈশাখী-দেবী। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দলে অসম্মানিত বোধ করছেন বলে অভিযোগ করেন শোভন-বৈশাখী। এর পরে দেবশ্রী রায় ইস্যুতেও বিজেপির উপর বেশ ক্ষুব্ধ হন তাঁরা। শোনা যায়, বিজেপিতে মোহভঙ্গ হয়েছে শোভন-বৈশাখীর। ফের তৃণমূলে ফিরতে পারেন দুজনে। যদিও বিজেপির রাজ্য থেকে শীর্ষ নেতৃত্ব, অনেকেই আসরে নামেন পরিস্থিতি সামাল দিতে। তারপর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। আর আজ পার্থ বাবুর বাড়িতে আচমকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে ওঠে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন