আপার প্রাইমারির নিয়োগ নিয়ে ফের জটিলতা। এই বিতর্ক কবে থামবে তা এখুনি বলা বেশ মুশকিল। সম্প্রতি কমিশন সূত্রে যা খবর পাওয়া গিয়েছে, তাতে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আপারের নিয়োগ কবে হবে তা এখুনি বলা সম্ভব নয়।
জানা গিয়েছে, ৬০০-র বেশি প্রার্থীর অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। তার প্রভাব মেধাতালিকাতে পড়বে বলে আধিকারিকদের অনুমান। এর পাশাপাশি জানা গিয়েছে, যাদের নাম মেধাতালিকাতে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তাদের নাম আর বাদ পড়ার সম্ভাবনা নেই। আর তাই তাদের এই নিয়ে আতঙ্কিত হবারও কিছু নেই। কমিশন সূত্রে খবর,হাতে গোনা কয়েকজন প্রার্থীর নামই নতুন করে মেধাতালিকায় আসবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের আশ্বাস, ভুল ধরা পড়লে অবশ্যই তো সংশোধন করা হবে। যোগ্য প্রার্থী মেধাতালিকাতেও অন্তর্ভুক্ত হবেন।
কিন্তু প্রশ্ন উঠছে, আপারের মেধাতালিকা ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধান হবে কোন পথে? কমিশনের এক সূত্রের দাবি, মেধাতালিকাতে যাদের নাম আছে তাদের আর বাদ দেওয়া সম্ভব নয়। তাই এবার এই সমস্যার সমাধান করতে আপারের কিছু আসন বাড়াতেই হবে। আর তবেই এই সমস্যার সমাধান সম্ভব। তবে এখনও সবটাই আলোচনার স্তরে আছে। তাই শেষ পর্যন্ত কমিশন কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে আপারের পরীক্ষার্থীরা।
জানা গিয়েছে, ৬০০-র বেশি প্রার্থীর অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। তার প্রভাব মেধাতালিকাতে পড়বে বলে আধিকারিকদের অনুমান। এর পাশাপাশি জানা গিয়েছে, যাদের নাম মেধাতালিকাতে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তাদের নাম আর বাদ পড়ার সম্ভাবনা নেই। আর তাই তাদের এই নিয়ে আতঙ্কিত হবারও কিছু নেই। কমিশন সূত্রে খবর,হাতে গোনা কয়েকজন প্রার্থীর নামই নতুন করে মেধাতালিকায় আসবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের আশ্বাস, ভুল ধরা পড়লে অবশ্যই তো সংশোধন করা হবে। যোগ্য প্রার্থী মেধাতালিকাতেও অন্তর্ভুক্ত হবেন।
কিন্তু প্রশ্ন উঠছে, আপারের মেধাতালিকা ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধান হবে কোন পথে? কমিশনের এক সূত্রের দাবি, মেধাতালিকাতে যাদের নাম আছে তাদের আর বাদ দেওয়া সম্ভব নয়। তাই এবার এই সমস্যার সমাধান করতে আপারের কিছু আসন বাড়াতেই হবে। আর তবেই এই সমস্যার সমাধান সম্ভব। তবে এখনও সবটাই আলোচনার স্তরে আছে। তাই শেষ পর্যন্ত কমিশন কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে আপারের পরীক্ষার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন