ভারতীয় ক্রিকেট বোর্ড-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশাসক হিসাবে তিনি কতটা দক্ষ, সেটা সিএবি সভাপতি হওয়ার পরই তিনি বুঝিয়ে দিয়েছেন। আর মহারাজ এবার নতুন এই দায়িত্ব পাবার সাথে সাথে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। সবার একটাই উক্তি, যোগ্য ব্যক্তি হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলার মহারাজ।
আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসা শোনা গেল প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের গলায়।
প্রিয় ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানালেন গম্ভীর। এক কলমে গম্ভীর লিখেছেন, ''দাদা কীভাবে এই দায়িত্ব পেয়েছেন সেটা আমি জানতে চাই না। এই প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতে চাই না। শুধু এটুকু বলতে পারে যে ভারতীয় ক্রিকেটের শীর্ষে একজন এমন মানুষ এলেন যিনি ইকোসিস্টেম বোঝেন। আমি খুব খুশি।''
এর পরে সিএবিতে প্রশাসক সৌরভের উত্থানের কথাও বলেছেন গম্ভীর। ''দাদা যে প্রশাসক হিসাবে দক্ষ তা সিএবি সভাপতি হিসাবে আগেই প্রমাণ দিয়েছেন। এবার আরও বড় দায়িত্ব দাদার কাঁধে। দেশের প্রাক্তন ক্রিকেটার হয়ে দাদা থাকতে চায়নি। প্রশাসক হিসাবে দাদা কতটা দক্ষ তা আরও একবার প্রমাণ হয়ে যাবে। দাদাকে আমি চিনি। বিসিসিআই-এর সভাপতি হিসাবেও দাদা নিজের দায়িত্ব ভালভাবেই পালন করতে পারবে বলে আমি আশা করছি।'
প্রিয় ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানালেন গম্ভীর। এক কলমে গম্ভীর লিখেছেন, ''দাদা কীভাবে এই দায়িত্ব পেয়েছেন সেটা আমি জানতে চাই না। এই প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতে চাই না। শুধু এটুকু বলতে পারে যে ভারতীয় ক্রিকেটের শীর্ষে একজন এমন মানুষ এলেন যিনি ইকোসিস্টেম বোঝেন। আমি খুব খুশি।''
এর পরে সিএবিতে প্রশাসক সৌরভের উত্থানের কথাও বলেছেন গম্ভীর। ''দাদা যে প্রশাসক হিসাবে দক্ষ তা সিএবি সভাপতি হিসাবে আগেই প্রমাণ দিয়েছেন। এবার আরও বড় দায়িত্ব দাদার কাঁধে। দেশের প্রাক্তন ক্রিকেটার হয়ে দাদা থাকতে চায়নি। প্রশাসক হিসাবে দাদা কতটা দক্ষ তা আরও একবার প্রমাণ হয়ে যাবে। দাদাকে আমি চিনি। বিসিসিআই-এর সভাপতি হিসাবেও দাদা নিজের দায়িত্ব ভালভাবেই পালন করতে পারবে বলে আমি আশা করছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন