ফের খুন সিপিআই(এম) কর্মী। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে দুবরাজপুর থেকে উদ্ধার হল ওই সিপিআই(এম) নেতার টুকরো টুকরো দেহাংশ। ওই নেতার দেহের কয়েক টুকরো নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর বাকিটা মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
নানুরের সূচপুর গণহত্যা মামলায় অভিযুক্ত এই সিপিআই(এম) নেতা সুভাষ চন্দ্র দে-কে শুক্রবার থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেলে তাঁর মোটর বাইকটি উদ্ধার হয় নানুরের তৃণমূল নেতা কেরিম খানের বিএড কলেজের সামনে থেকে।
এর পরে নানুর থানায় একটি নিখোঁজ ডাইরি করে সুভাষ চন্দ্রের পরিবার। তাঁর মেয়ে পুলিশকে জানান, 'বাবা শেষবার ফোন করেছিল ইলামবাজার থেকে।' এরপরই তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে দেখা যায় সুভাষ-বাবুকে শেষবার দেখা গিয়েছে দুবরাজপুরের খোজমহম্মদপুর গ্রামে। মোবাইল ফোনের সূত্র ধরেই শেষপর্যন্ত খোজমহম্মদপুরে এক দম্পতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাকে জেরা করেই সব ঘটনা জানতে পারে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন