রোপা বিধি প্রকাশিত হওয়ার পর অনেকের বর্ধিত মূল বেতন আগে যা হবে বলে আশা করা হচ্ছিল, তার থেকে কিছুটা বৃদ্ধি পাবে। এমনটাই মনে করছে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। রোপা-তে যে 'পে ম্যাট্রিক্স' তৈরি হয়েছে, তার জন্যে মূল বেতন বেশকিছুটা বৃদ্ধি পাবে। এখন কর্মীদের যে হারে মূল বেতন আছে, তার থেকে মূল বেতন কতটা হবে তা 'পে ম্যাট্রিক্স'-এ উল্লেখ করা হয়েছে। এখানে মূল বেতনের মোট ৩৩টি ধাপ বলা হয়েছে। রোপা বিধির ৭ (এ) ধারায় উল্লেখ করা হয়েছে, কোনও কর্মীর নির্ধারিত নতুন মূল বেতন কোনও একটি ধাপের থেকে এক টাকা বেশি হলেও তিনি পরবর্তী ধাপে উন্নীত হবেন।
যেমন, দুই নম্বর পে ব্যান্ডে ২১০০ টাকা গ্রেড পে-র একজন কর্মীর পাঁচ ও ছয় নম্বর লেভেলে মূল বেতন এখন হবে যথাক্রমে ২২ হাজার ১০০ ও ২২ হাজার ৮০০ টাকা। কিন্তু যে ফর্মুলায় বেতন কমিশন মূল বেতন নির্ধারণ করেছে, তাতে ওই পর্যায়ের কোনও কর্মীর মূল বেতন ২২ হাজার ৩০০ টাকা হলে তিনি ২২ হাজার ৮০০ টাকা মূল বেতনে চলে যাবেন। পরবর্তীকালে বাৎসরিক বেতন বৃদ্ধির সময় এক লেভেল থেকে অন্য লেভেলে চলে গিয়ে অনেকটা বেতন বাড়বে বলে মনে করছে সরকারি কর্মচারীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন