সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কয়েক হাজার অতিথি অধ্যাপকদের নির্দিষ্ট বেতন কাঠামো এবং স্থায়ী চাকরির আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে PTT, CWTT, GUEST TEACHER বলে আর কোনও ক্যাটাগরি না থাকার কথা বলা হয়। তাদের নতুন নামও দেওয়া হয়।
রাজ্যের গবেষকদের সংগঠন USRSA এর পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ইউজিসির নিয়ম বিরুদ্ধ। আর তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে খুব দ্রুত হাইকোর্টে যেতে চাইছেন গবেষকদের একাংশ। এই মর্মে দ্রুত কেস ফাইল করতে চাইছেন তাঁরা। এখন দেখার রাজ্য সরকার এই বিতর্কের সমাধান কেমন ভাবে করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন