বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নিজের কেরিয়ারের দ্বি-শতরান করেছিলেন তিনি। বৃহস্পতিবার পুনেতে দ্বিতীয় টেস্টেও ফের একটা ভাল সেঞ্চুরি করলেন মায়াঙ্ক আগরওয়াল। মাত্র ১৯৫ বল খেলে ১০৮ রান করেন তিনি।
প্রথম টেস্টের নায়ক রোহিত শর্মা (১৪) সকালেই আউট হয়ে ফিরে যান।
সেই ধাক্কা সামলে ওঠেন ওপেনার মায়াঙ্ক। তবে সেঞ্চুরির পর আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এদিনের ইনিংসে তিনি ১৬টি চার ও দুটি ছয় মেরেছেন।
এর পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা (১১২ বলে ৫৮ রান)। পূজারা ও মায়াঙ্ক দুজনেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন রাবাডা।
আলোর অভাবে ৪.৫ ওভার আগেই শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। দিনের শেষে ভারতের স্কোর ৮৫.১ ওভারে ২৭৩-৩। ক্রিজে রয়েছেন দুই ব্যাটসম্যান, অধিনায়ক বিরাট কোহলি (৬৩) ও অজিঙ্ক রাহানে (১৮)।
প্রথম টেস্টের নায়ক রোহিত শর্মা (১৪) সকালেই আউট হয়ে ফিরে যান।
এর পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা (১১২ বলে ৫৮ রান)। পূজারা ও মায়াঙ্ক দুজনেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন রাবাডা।
আলোর অভাবে ৪.৫ ওভার আগেই শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। দিনের শেষে ভারতের স্কোর ৮৫.১ ওভারে ২৭৩-৩। ক্রিজে রয়েছেন দুই ব্যাটসম্যান, অধিনায়ক বিরাট কোহলি (৬৩) ও অজিঙ্ক রাহানে (১৮)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন