পুজোর মধ্যে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আপারের প্রকাশিত ওই তালিকা নিয়ে বহু অভিযোগ আছে হবু শিক্ষকদের। যদিও এনিয়ে কমিশনে অভিযোগ জানাতে পারবেন পরীক্ষার্থীরা।
আপারের এই মেধাতালিকা নিয়ে হবু শিক্ষকদের মধ্যে উৎসাহ কম ছিল না। কমিশন থেকে পাওয়া খবর অনুসারে, অক্টোবরের ৫ থেকে ৯ তারিখের মধ্যে মাত্র ৬৯ টি অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশ মতন ২৫ অক্টোবর পর্যন্ত অভিযোগ জমা দেওয়া যাবে।
কমিশনের বিরুদ্ধে বহু অভিযোগ আছে হবু শিক্ষকদের একটা বড় অংশের। অভিযোগ, যারা ২০১১ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন পরীক্ষার্থীদের কমিশন পরিকল্পনা মাফিক এবারের প্রকাশিত মেরিটলিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। হাতে গোনা কয়েক জনকে সুযোগ দেওয়া হয়েছে। কমিশনের এই অনিয়মের বিরুদ্ধে ক্ষুব্ধ হবু শিক্ষকদের একটা বড় অংশ।
অভিযোগ পত্র জামা দিতে এদিন স্কুল সার্ভিস কমিশনের অফিসে সামনে ভিড় জমায় আপার প্রাইমারির প্রার্থীরা। অভিযোগ পত্র নিতে অস্বীকার করে কমিশন। এমনটাই অভিযোগ। কিন্তু কেন কমিশন অভিযোগ পত্র নেবে না? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক পরীক্ষার্থী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন