সম্প্রতি আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় একাধিক অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন হবু শিক্ষকদের একটা বড় অংশ। এনিয়ে আদালতের নির্দেশ মতন কমিশনের কাছে অভিযোগ জানাবেন পরীক্ষার্থীরা।
সেইসব মামলার নিষ্পত্তি এখনও হয়নি। সেই কারণে উচ্চ প্রাথমিকের প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া ১৫ জুলাই শেষ হলেও এতদিন চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে পারেনি কমিশন বা রাজ্য সরকার। পুজোর ঠিক আগে হাইকোর্ট নির্দেশ দেয়, সাতদিনের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। নির্দেশের পরেই দ্রুততার সঙ্গে মেধাতালিকা প্রকাশ করে কমিশন। মেধাতালিকা প্রকাশের পর চাকরি-প্রার্থীদের কোনও অভিযোগ থাকলে তা ২১ দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট।
ওই মেধাতালিকা প্রকাশের পর একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। পরীক্ষার্থীদের অভিযোগ, এই তালিকাতে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। অভিযোগ, অনেক জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থীদের প্রাপ্ত নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। বঞ্চিত করা হয়েছে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের। এর পাশাপাশি, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের নাম রিজার্ভ ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন