রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক নতুন কিছু ঘটনা নয়। শিক্ষক নিয়োগ নিয়ে বহু অভিযোগ এনেছেন রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশ। বহু বার স্বচ্ছ নিয়োগ, যোগ্য প্রার্থী যাতে চাকরিতে সুযোগ পায় সেই দাবিতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশের।
যদিও সেই অভিযোগ সেইভাবে গুরুত্ব দেয় নি রাজ্য সরকার। এর পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। শাসক দলের নেতাদের কথা মতন পর্ষদ সভাপতিরা কাজ করেন বলেন অভিযোগ উঠেছে। এমনকি বহু তৃণমূল নেতার পরিবারের সদস্যরা অনিয়ম করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ করেছেন হবু শিক্ষকরা। যদিও তৃণমূল সেই অভিযোগ মানতে নারাজ।
এবার অনুব্রত মণ্ডলের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে অনুব্রতর পায়ের নীচে বসে আছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আর এই ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।
এবার অনুব্রত মণ্ডলের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে অনুব্রতর পায়ের নীচে বসে আছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আর এই ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন