কিছুটা নরম মনোভাব দেখাল রাজ্য সরকার। পার্শ্বশিক্ষকদের অবস্থান, আন্দোলন নিয়ে সরকারের কোনও অভিযোগ নেই। বুধবার হাইকোর্টে এমনটাই জানিয়ে দিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যদিও পার্শ্বশিক্ষকদের মামলার শুনানি গতকাল মুলতুবি হয়ে যায়।
এই মামলার পরবর্তী শুনানি সোমবার হবে বলে বিচারপতি জানিয়েছেন। আদালত থেকে পাওয়া খবর অনুসারে, আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়ে এজি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন কি না, তা জানতে চান বিচারপতি। এই প্রসঙ্গে কিশোরবাবু জানান, এনিয়ে কথা হয়নি তাঁর। আন্দোলনকারীদের জন্য সরকার যাতে বায়োটয়লেটের ব্যবস্থা করে, তাঁদের হয়ে সেই আর্জি কোর্টে জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদিও লিখিত কোনও নির্দেশ দেওয়া হয় নি, মৌখিকভাবে সেই ব্যবস্থা করার কথা বলেছেন বিচারপতি। তবে রাত পর্যন্ত এই রকম কোনও ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ। শঙ্খ ঘোষ তাঁদের নিয়ে কবিতাও লিখেছেন বলে দাবি করেছেন আন্দোনকারীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন