সাতসকালেই খুনের ঘটনা ঘটল। বোঝার আগেই এক মহিলা ও সরকারি কর্মীকে কুপিয়ে খুন করল এলাকারই এক যুবক। এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মগরা মোড়ের কাছে। স্থানীয় সূত্র পাওয়া খবর অনুসারে, সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বন দফতরের কর্মী গুণময় রায়। অভিযোগ, সেইসময় গুণময়কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে স্থানীয় অরূপ চৌধুরী নামে এক যুবক। গুণময়কে খুন করার পরও ক্ষান্ত হয়নি অরূপ।
ঘটনার সময় রাস্তা দিয়ে পুকুর ঘাটে যাচ্ছিলেন নিছু রায় নামে এক মহিলা। হামলাকারী কুড়ুল দিয়ে তাঁকেও কোপায়। মগরা মোড়ে মাত্র ৫০ মিটার ব্যবধানে ২ জনকে খুনের ঘটনায় সাতসকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কেন এই নৃশংস খুন? এনিয়ে স্পষ্ট করে কিছু জানা যায় নি। তবে যা জানা যাচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শত্রুতা ছিল দুই পরিবারের মধ্যে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন