এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল। তাঁর মন্তব্যের পরে রাজ্য সরকারের উপর অনেকটা চাপ বাড়াল। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় একবালপুরে মাড়োয়ারি মহিলা সমিতির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, " এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। যাতে খুন কোনওভাবে আত্মহত্যা না হয়ে যায়। সত্য ঘটনা সামনে আসুক।"
শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ সন্দেশখালি থানার কাছেই খুলনা গ্রামে গুলি-চালনার ঘটনা ঘটে। সেখানে বিদ্যাধরী নদীর পাশে রজনীঘাট বৌঠাকুরানির মাঠ এলাকায় পুলিশ-কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হন তিন জন। গুরুতর ভাবে আহত হন বিশ্বজিৎ মাইতি নামে এক ভিলেজ পুলিশ। দ্রুত তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এখনও বাকি দু-জনের চিকিৎসা চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন