পূর্ব ঘোষণা মতন পঞ্চম শ্রেণি এবার প্রাথমিকের মধ্যে ঢুকে পড়ছে। এই নিয়ম কার্যকর হবে জানুয়ারি মাস থেকে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় এই ইঙ্গিত দিয়েছেন। গতকাল এ নিয়ে তিনি বৈঠক করেন।
পরিকাঠামো তৈরি না করে কি করে এ সিদ্ধান্ত রাজ্যে কার্যকর হবে? এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত যে সব স্কুলে পরিকাঠামো তৈরি করা যাবে ততগুলি স্কুলেই পঞ্চম শ্রেণি চালু করা হবে। এরপরে এই নিয়ম কার্যকর হবে ধাপে ধাপে। এবার থেকে রাজ্য সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ ফেল চালু করতে চলেছে। বর্তমানে রাজ্যে প্রায় ৫৬ হাজার প্রাথমিক স্কুল রয়েছে। এর মধ্যে মাত্র ২ হাজার স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণি রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন