জল্পনা চলছিল অনেক দিন ধরে। এবার স্কুলে প্রায় ১৭ হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিলো সরকার। প্রতি স্কুলে ১ জন করে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। এবার থেকে উত্তর প্রাথমিকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তাই প্রচুর কম্পিউটার শিক্ষকও প্রয়োজন হবে। সেকথা মাথায় রেখেই সরকার এমন উদ্যোগ নিতে চলেছে।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, এখন রাজ্যে যে পাঁচ-ছ-হাজার আইসিটি শিক্ষক রয়েছেন, তাঁদের সবাইকে এর অধীনে আনার সম্ভাবনা কম।
কারণ, অনেকের গ্রাজুয়েশন নেই। আবার অনেকের মাত্র ছ-মাসের ট্রেনিং রয়েছে। কিন্তু যাঁদের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, তাঁদেরকে এর অধীনে আনার চেষ্টা করবে রাজ্য সরকার। তবে, এই শিক্ষকদের কথা মাথায় রেখে এগোতে চাইছে সরকার। একটা সময় এই আইসিটি শিক্ষকরাই স্কুলের কম্পিউটার শিক্ষার দায়িত্ব সামলাতেন। অনেকে আর্থিক বঞ্চনা মেনে নিয়েও কম্পিউটারের প্রাথমিক পাঠ শেখাতেন পড়ুয়াদের। কিন্তু, যোগ্যতা না থাকলে তাঁদের নিতে প্রায় ব্যর্থ সরকার। মন্ত্রীসভার ছাড়পত্র পাওয়া গেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন কম্পিউটার শিক্ষকদের এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে না। কিন্তু কীভাবে তাঁদের নিয়োগ করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ শেষ করতে পারলে তৃণমূল সরকার অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তা বলাই যায়।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, এখন রাজ্যে যে পাঁচ-ছ-হাজার আইসিটি শিক্ষক রয়েছেন, তাঁদের সবাইকে এর অধীনে আনার সম্ভাবনা কম।
রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ শেষ করতে পারলে তৃণমূল সরকার অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তা বলাই যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন