জরুরি পরিস্থিতিতে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা অনুসারে, ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করুন। দরকার হলে সরকার ইনসেন্টিভ দেবে। বুধবার, বসিরহাটে পর্যালোচনা বৈঠকে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার পরে, বুধবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বুলবুল বিধ্বস্ত এলাকা আকাশপথে ঘুরে দেখেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে এলাকা পুনর্গঠন সহ একাধিক বিষয়ে বেশকিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে ঘূর্ণিঝড় বুলবুলে বিধ্বস্ত এলাকায় গোটা দিন কাজ করছেন সরকারি আধিকারিকরা। আজকের বৈঠকে প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের ইমার্জেন্সির সময় ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। দরকারে সরকার ইনসেন্টিভ দেবে বলেও আশ্বাস দেন তৃণমূল নেত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন