কেন্দ্রের নির্দেশ, ১০০ দিনের কাজ হোক বা অন্য যে কোনও প্রকল্প, যারাই কাজ করবেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কাজের মজুরি হাতে নয় সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এই সব করতে গেলেই প্রত্যেকের আধার কার্ড থাকতেই হবে।
আবার অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক কার্ডও বাধ্যতামূলক। শুধু কেন্দ্রীয় সরকারের প্রকল্প নয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এসসি-এসটির জন্য আবেদন, যে কোনও স্কলারশিপের জন্য আবেদন, এখন সবই করা হয় অনলাইনে। কিন্তু গ্ৰামের মানুষের কাছে এত কম্পিউটার কি সত্যি আছে? কজনের আছে কম্পিউটার? আর কজন কম্পিউটার ব্যবহার করতে পারে? এই বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছিল রাজ্য সরকার। সমীক্ষায় দেখা গিয়েছে, গ্ৰামের মাত্র ৫ শতাংশ মানুষের হাতের নাগালে কম্পিউটার আছে। আর এই কারণে কাজ সারতে একটা কম্পিউটারের জন্য হয়তো বাড়ি থেকে অনেকটা দুরে যেতে হয়। সমীক্ষায় এই রিপোর্ট আসার পরই উদ্যোগী হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে গ্রামের মানুষ হাতের নাগালে কম্পিউটার ব্যবহারের সুবিধা পায় সেই কারণে সাইবার কেন্দ্র খুলবে রাজ্য। প্রথমে এমন ৩০০০টা সাইবার কেন্দ্র খুলবে রাজ্য সরকার। ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি দফতরকে এই বিষয়ে প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সেই রিপোর্ট তৈরি করবে তথ্যপ্রযুক্তি দফতর। ওই রিপোর্টের উপর ভিত্তিকরে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। প্রতি কেন্দ্রে ২ জন করে মোট ৬০০০ জন কম্পিউটার প্রশিক্ষিত লোক নেবে। তাঁদের বেতন ঠিক করবেন মুখ্যমন্ত্রী।
Kobe nebe ar kivabe nebe ? Seta ki vabe jana jabe kivabe?
উত্তরমুছুনKobe notification bar hobe ebong kivabe niog hobe
উত্তরমুছুনContact me 8348777901
উত্তরমুছুনকিভাবে আর নেবে প্রথম শর্ত পার্টির লোক হতে হবে
উত্তরমুছুনVote f tmc
উত্তরমুছুন