বোলপুরের স্কুলে পড়ুয়াদের 'নগ্ন' করে ক্লাস করানোর ঘটনায় সমালোচনা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই বিষয় জানাজানির পরেই রিপোর্ট তলব করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, "যা হয়েছে তা খুব খারাপ। গোটা বিষয়ের খোঁজ নিয়ে দেখছি।" এর পাশাপাশি অত্যন্ত ন্যক্কারজনক এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে শিশু অধিকার সুরক্ষা কমিশনও। গোটা ঘটনা জানতে চেয়ে বীরভূমের জেলাশাসককে চিঠি দিচ্ছে কমিশন।
স্কুলের ইউনিফর্ম পরে না আসায় পড়ুয়াদের নগ্ন করে ক্লাস করানোর অভিযোগ উঠেছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আরও অভিযোগ, নগ্ন অবস্থাতেই বাড়ি পাঠানো হয় ওই সব পড়ুয়াদের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের বোলপুরে। প্রিন্সিপ্যালকে সরানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখান অভিভাবকরা।
স্কুলের ইউনিফর্ম পরে না আসায় পড়ুয়াদের নগ্ন করে ক্লাস করানোর অভিযোগ উঠেছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আরও অভিযোগ, নগ্ন অবস্থাতেই বাড়ি পাঠানো হয় ওই সব পড়ুয়াদের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের বোলপুরে। প্রিন্সিপ্যালকে সরানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখান অভিভাবকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন