বছর শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের কাছে সুখবর নিয়ে এল। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার আগেই কার্যকর করেছে।
এর ফলে বছরের প্রথম মাস থেকেই সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটা বেড়ে যাবে। সরকারি কর্মীদের হাতে বর্ধিত হারে নতুন বেতন পৌঁছবে জানুয়ারির শেষে থেকে। রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের হিসেব অনুযায়ী, বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার ফলে সর্বনিম্ন স্তরে অর্থাৎ গ্রুপ-ডি কর্মীদের বেতনও মাসে অন্তত তিন হাজার টাকার কিছু বেশি বাড়বে।
গ্রুপ-সি কর্মীদের ক্ষেত্রে মাসে বৃদ্ধি পাবে চার হাজার টাকার বেশি। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন ও ফ্যামিলি পেনশনও বেস কিছুটা বাড়বে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দফতর স্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হবে। সরকারের পুরো আর্থিক সহায়তা পায়, এমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থার স্থায়ী কর্মীরাও বেতন কমিশনের এই সুবিধা পাবেন। শিক্ষা প্রতিষ্ঠান ও পঞ্চায়েত কর্মীদের নতুন বেতন হার সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। নতুন এই বর্ধিত হারে বেতন দিতে রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন