দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর ফের লাঠি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
সোমবার তাঁরা মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে এগোচ্ছিলেন। মূলত হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদেই পড়ুয়াদের এই মিছিল। ভিখাজি কামা প্লেস মেট্রো স্টেশনের কাছে পুলিশের কর্ডন ভাঙার চেষ্টা করে পড়ুয়ারা। এর পরে পুলিশ লাঠি চালায়। ছাত্রদের অনেক দিনের দাবি মানা হয়নি বলেই এই বিক্ষোভ। এদিন তাঁরা ফি পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন। এছাড়া, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। গত মাসে ছাত্ররা সংসদ অভিযান করেছিলেন। সংঘর্ষে আহত হয়েছিলেন দুই পড়ুয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন