রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। একাধিক অভিযোগ। সেই অভিযোগ ঠেলে আপারের নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষকরা খুব একটা সহজ হবে না স্কুল সার্ভিস কমিশনের কাছে।
আপারের নিয়োগ নিয়ে বহু মামলা আদালতে দায়ের হয়েছে। অনেক পরীক্ষার্থী এখনও বেশকিছু বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলা করতে পারেন। এই রকম পরিস্থিতির মধ্যে আপারের শুনানি পিছিয়ে গিয়েছে। যদিও এবারের শুনানির দিন কমিশন ও পরীক্ষার্থীদের কাছে খুবি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ওই দিন আপারের নিয়োগ প্রক্রিয়ার কাজ কবে শেষ করা সম্ভব হবে, তার একটা ইঙ্গিত পাওয়া যাবে। কারণ এবারের শুনানির দিন কমিশনকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। তাই সেখানে কমিশন কি উত্তর দেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। যদিও পরীক্ষার্থীদের একটা অংশ চাইছে কমিশনের প্রকাশিত মেধাতালিকা বাতিল করে নতুন স্বচ্ছ মেধাতালিকা প্রকাশ করুক কমিশন। সূত্রের খবর, এই মেধা তালিকা বাতিলের তীব্র বিরোধিতা করবে কমিশন। আর যদি মেধাতালিকা বাতিল হয়, তাহলে আপারের নিয়োগ কবে হবে তা বলা বেশ কঠিন হয়ে যাবে। তাই কমিশন আদালতে এই মেধাতালিকা বাতিলের বিরোধিতা করবে। আবার এটাও ঠিক, যদি ওই প্রকাশিত মেধাতালিকাতে অপ্রশিক্ষিত প্রার্থীরা থাকেন এবং রেশিও যদিনা মানা হয় তাহলে মেধাতালিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। সেখানে মেধাতালিকা বাতিলের সম্ভাবনা থাকবে। তবে শেষ সিদ্ধান্ত নেবে আদালত। আর তাই আদালতের দিকে তাকিয়ে হবু শিক্ষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন