গোটা দেশ জুড়ে চলছে মন্দা। বাজেটের হিসেবের চেয়ে অনেক বেশি অর্থ ইতিমধ্যেই খরচ করে ফেলেছে কেন্দ্রের সরকার।
তাই এবার খরচে কাটছাঁট করতে চলেছে মোদী সরকার। শুরুতেই হাত পড়ছে শিক্ষা দফতরের উপর। সূত্রের খবর, এ বছর শিক্ষা খাতে এক ধাক্কায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ কমাতে চলেছে কেন্দ্রের সরকার। ইতিমধ্যেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, অর্থ মন্ত্রক থেকে নাকি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বছরের শুরুতে যে বাজেট শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছিল, তার থেকে অনেকটাই কাটছাঁট করা হবে। এর মূল কারণ আর্থিক মন্দা। বছরের শুরুতে শিক্ষা খাতে খরচ বাবদ প্রায় ৫৬ হাজার ৫৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এখন তা কমে ৫৩ হাজার কোটির আশেপাশে দাঁড়িয়েছে। যদিও সরকারিভাবে এই সিদ্ধান্তে এখনও সিলমোহর পড়েনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন