নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা দেশ। এই বিতর্কের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের প্রস্তাব পাস হল কেরলের বিধানসভায়।
কেরলের বিধানসভায় বিশেষ অধিবেশনে প্রস্তাবটি পাস করাতে সিপিআই(এম) এর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। বিরোধিতা করেছেন একমাত্র বিজেপি বিধায়ক।
রাজ্য CAA কার্যকর হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
মঙ্গলবার কেরল বিধানসভার বিশেষ অধিবেশন নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের প্রস্তাব আনেন মুখ্যমন্ত্রী। তিনি এই প্রসঙ্গে বলেন, ''দেশের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও বুননের বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন। এই নিয়মের ফলে নাগরিকত্ব-দানের ক্ষেত্রে ধর্মীয় বৈষম্য তৈরি হয়েছে।'' কেরলের মুখ্যমন্ত্রী আরও বলেন, ''ভারতের সংবিধানের মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী আইন। দেশের মানুষের আশঙ্কার কথা ভেবে আইনটি প্রত্যাহার করা উচিত কেন্দ্রের সরকারের। এর সঙ্গে দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতা রক্ষা করা দরকার।''
রাজ্য CAA কার্যকর হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন