চাকরি দেওয়ার নামে ফের আর্থিক প্রতারণার অভিযোগ। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর একদা ঘনিষ্ঠ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠে। এক প্রাক্তন পুলিশ কর্মীর ছেলেকে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
পুরাতন মালদার বাসিন্দা ওই প্রাক্তন পুলিশ কর্মী অনিল সরকারের অভিযোগ, প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে ২ লক্ষ টাকা নেন তৎকালীন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা বর্তমান মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহের ভাই প্রণব সিংহ ও তাঁর স্ত্রী শম্পা কুণ্ডু। কিন্তু এখনও পর্যন্ত চাকরি হয়নি ছেলের। টাকা ফেরত চাইতে গেলে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।
দু-বছর আগে মারা যায় মূল অভিযুক্ত প্রণব সিং। এরপরই সমস্যা আরও জটিল আকার ধারণ করে বলে দাবি অভিযোগকারীর। প্রণব সিংয়ের মৃত্যু পর পুরো বিষয়টি এড়িয়ে যেতে চান স্ত্রী। বারংবার জেলা তৃণমূল নেতাদের অভিযোগ জানিয়ে কাজের কাজ কিছুই হয় নি। অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ওই প্রাক্তন পুলিশ-কর্মী। অপরদিকে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংয়ের দাবি, এবিষয়ে তাঁর কিছুই জানা নেই।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন